দেশে করোনা রোগী ৮ মার্চ ৩, ৮ এপ্রিল ২১৮, ৮ মে ১৩ হাজার ১৩৪, ৮ জুন ৬৮ হাজার ৫০৪ জন

|

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদিন ৩ জন করোনা রোগী শনাক্ত হয়। আজ করোনা রোগী শনাক্তের তিনমাস পূর্ণ হলো। করোনা রোগী শনাক্তের প্রথম মাস পর ৮ এপ্রিল ২১৮ জন, এর পরের মাস ৮ মে ১৩ হাজার ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়। আজ ৮ মে পর্যন্ত সারাদেশে করোনা রোগী শনাক্ত করা হয় ৬৮ হাজার ৫০৪ জন। এর মধ্যেই পৃথিবীজুড়ে আক্রান্তের শীর্ষ ২০ দেশের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ।

এছাড়া দেশে প্রথম ১৮ মার্চ করোনা আক্রান্ত ব্যক্তি মারা যায়। এবং প্রথম মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২০ জন। দ্বিতীয় মাসে ১৮৬ জন। আর তৃতীয় মাসে মারা গেছেন ৬৮২ জন। আজ পর্যন্ত সারাদেশে করোনায় মারা গেছে ৯৩০ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply