সরকারি ছুটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৫ শতাংশ মানুষ: ব্র্যাক

|

করোনা সংক্রমণ রোধে দেয়া সরকারি ছুটিতে উপার্জনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৯৫ শতাংশ মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জরিপে এই তথ্য উঠে এসেছে। অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, ৫১ শতাংশ উত্তরদাতার খানাভিত্তিক আয় শূন্যে নেমে এসেছে, অর্থাৎ এদের কোনো আয়ই নেই।

দৈনিক মজুরির ওপর নির্ভরশীল ও স্বল্প আয়ের মানুষ ৬২ শতাংশ চাকরি বা উপার্জনের সুযোগ হারিয়েছেন। আর্থিক কর্মকাণ্ডের দিক থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন ২৮ শতাংশ ব্যক্তি।

সাধারণ ছুটি শুরু হওয়ার আগে যেখানে খানাভিত্তিক গড় মাসিক আয় ছিল ২৪ হাজার ৫৬৫ টাকা, সেখানে মে মাসে ৭ হাজার ৯৬ টাকায় নেমে আসে। শহর এলাকায় আয় কমার হার গ্রামাঞ্চলের তুলনায় কিছুটা বেশি। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনমানুষের পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে, ব্র্যাক এই জরিপ পরিচালনা করেছে। পাঁচ জেলার উত্তরদাতারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জরিপে বেরিয়ে এসেছে। জেলাগুলো হচ্ছে, পিরোজপুর, কক্সবাজার, রাঙামাটি, গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply