কোপা দেল রে-তে বার্সা-অ্যাটলেটিকোর হার

|

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খর্ব শক্তির এসপানিওলের বিপক্ষে হোচট খেয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। ১-০ গোলের হারে জয়রথ থামলো বার্সার। টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি।

এই ম্যাচে স্বরুপে দেখা যায়নি লিওনেল মেসিকে। পুরো ম্যাচে এসপানিওলের রক্ষণভাগ ভুগিয়েছে বার্সা ফরোয়ার্ডদের। ম্যাচের ৪৪ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন মেসি। তবে পেনাল্টিতে দেয়াল হয়ে দাড়ান দিয়েগো লোপেজ। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে নাভারোর অ্যাসিস্ট থেকে বার্সেলোনাকে স্তব্ধ করে দেন অস্কার মেলেন্দো।

সেমিতে ওঠার সুযোগ এখনও আছে বার্সার। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে এসপানিওল কে আতিথ্য দেবে তারা।

সেভিয়ার কাছে অ্যাটলেটিকোর পরাজয়

অপর ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠ মেট্রোপলিটন স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধের খেলায় তেমন সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন ডিয়েগো কস্তা। দারুণ শটে কিছুটা হলেও স্বস্তি পায় অ্যাটলেটিকো সমর্থকরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিমিওনের শিষ্যরা। ম্যাচের ৮০ মিনিটে জেসাস নাভাসের গোলে সমতায় ফেরে সেভিয়া। এর ঠিক ৮ মিনিট পর জোয়াকিন কোরেয়ার নাটকীয় গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে সেভিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply