দুুুটি পরীক্ষায় নাসিমের করোনা নেগেটিভ

|

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

পরপর দুটি নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে।

অভিজ্ঞ এই রাজনীতিবিদকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে, সোমবার রাতে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে তার করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হলে সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply