য়্যুভেন্টাস-এসি মিলানের খেলা দিয়ে শুরু ইতালির ফুটবল

|

য়্যুভেন্টাস-মিলানের ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

জার্মানি, স্পেনের পর আজ রাত থেকে ফুটবলে ফিরছে ইতালি। করোনার ধাক্কা সামাল দিয়ে ইতালিয়ান কাপ দিয়ে আবারো দেশটিতে শুরু হচ্ছে ফুটবল। রাত ১টায় কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে লড়বে য়্যুভেন্টাস ও এসি মিলান।

কাপ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ফাইনালে যাবার সমান সুযোগ থাকছে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্টাস আর ইব্রাহিমোভিচের এসি মিলানের। ম্যাচের জন্য প্রস্তুত হতে গেলো এক সপ্তাহ ধরে পূর্ণাঙ্গ অনুশীলন করছে তুরিনের ক্লাবটি। এই ম্যাচে চোটের কারণে গঞ্জালো হিগুয়েন ও কিলিয়ানির সার্ভিস পাবে না য়্যুভেন্টাস।

অন্যদিকে চোটের কারণে দলের মূল তারকা ইব্রাহিমোভিচকে পাচ্ছে না এসি মিলানও। তবে ডনরুমা, সুসোসহ দলের বাকি ফুটবলাররা ফিট আছে মিলান শিবিরের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply