২১ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ, আকাশে দেখা যাবে ‘রিং অফ ফায়ার’

|

এই বছরে ইতিমধ্যেই দু’বার চন্দ্রগ্রহণ দেখেছে দেশবাসী। এবার ২১ জুন দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ। তাও পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস নয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আকাশেই তৈরি হবে রিং অফ ফায়ার।

গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায় তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। অর্থাত্‍ এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমন ভাবে পড়ে, যা সূর্যকে পুরোপুরি ডেকে দেয় না। তখন সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। এটি রিং অফ ফায়ার নামে পরিচিত। এর আগে ২০১৯-এর ২৬ ডিসেম্বর শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।

বলয়গ্রাস গ্রহণে চাঁদ পৃথিবী থেকে এর দূরতম বিন্দুর কাছাকাছি অবস্থান করে। এই সময় চাঁদ, পৃথিবী ও সূর্য প্রায় সরলরেখায় অবস্থান করে।

এই সূর্যগ্রহণ মানুষকে খালি চোখে দেখতে নিষেধ করেছেন নাসার বিজ্ঞানীরা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply