শনিবার থেকে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি

|

শনিবার থেকে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী-রফতানী

দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে গত ২৫শে মার্চ সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে এ বন্দরে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়ে।

বাংলাদেশ আমদানি-রফতানিকারক এসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানিয়েছেন, করোনা পরিস্থিতি বিশ্লেষণ ও জেলা প্রশাসকের নেতৃত্বাধীন বিভিন্ন দফতর প্রধানের প্রণীত এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ও প্রচলিত স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে শনিবার থেকে সীমিত আকারে প্রতিদিন ভারত, নেপাল ও ভুটান থেকে ১’শত ট্রাকের মাধ্যমে পণ্য আমদানি-রফতানি শুরু করা হবে।

এদিকে, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীসহ বন্দরে কর্মরত শ্রমিকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply