ভারতের দিল্লিতে দুই কোটির রোগীর জন্য মাত্র ৮ হাজার বেড

|

করোনা বিস্তারের সাথে সাথে প্রকট হচ্ছে ভারতের দুর্বল চিকিৎসা কাঠামো। দিল্লির জনসংখ্যা যেখানে দু’কোটি, সেখানে করোনা চিকিৎসায় হাসপাতালের বেড মাত্র ৮ হাজার। যা, নিয়ে ক্ষুব্ধ রোগীরা।

একের পর হাসপাতাল ঘুরেও ঠাই মিলছেনা সাধারণ রোগীর। অন্যদিকে দিল্লির কোনো হাসপাতালেই সিট মিলছে না করোনা আক্রান্তদের জন্য। শুধু হাসপাতালের শয্যাসংখ্যার স্বল্পতাই নয়, অভিযোগ আছে চিকিৎসক সংকটেরও।

পুরো দিল্লিতে জনসংখ্যা প্রায় ২ কোটি। অথচ করোনা চিকিৎসায় হাসপাতালের শয্যাসংখ্যা মাত্র ৮ হাজার। দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন জুলাই মাসের শেষ নাগাদ এই চাহিদা বাড়বে ১০ গুন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, সময়ের সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসের মধ্যেই আমাদের প্রয়োজন ১৫ হাজার বেডের। জুলাই মাস শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮০ হাজারে। নি:সন্দেহে এটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য।

এ পরিস্থিতিতে ভুক্তভোগীদের মাঝে বাড়ছে ক্ষোভ। চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তুলে হাসপাতাল কর্মচারী এবং চিকিৎসকদের হামলার ঘটনা ঘটছে ভারতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply