রূপগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন

|

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো লকডাউন কার্যক্রম পালিত হচ্ছে। শনিবার সকাল থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে তিনটি মোবাইল কোর্ট সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে।

একইসাথে থানা পুলিশের পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কেউ বিনা কারণে ঘর থকে বের হলে তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। সকাল থেকেই সদর ইউনিয়নের ঔষধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব রকমের দোকানপাট।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগম জানান, লকডাউন এলাকার মানুষ যাতে বাসায় বসে সবজিসহ অন্যান্য তরিতরকারি কিনে নিতে পারে এজন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যানে করে সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, রূপগঞ্জের সদর ইউনিয়নের লকডাউন কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছেন। মানুষ স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করছেন। উল্লেখ্য, রূপগঞ্জ সদর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন রোগী। তার মধ্যে মারা গেছেন একজন। এখনো আইসোলেশনে আছে ৩২ জন রোগী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply