ভারতের ভূখণ্ড নিজেদের দেখিয়ে নেপালের সংসদে নতুন মানচিত্র পাস

|

ভারতের স্বাধীন ভূখণ্ড নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন মানচিত্র বিল হয়েছে নেপালের সংসদে। শনিবার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধান সংশোধনী বিলটি সংসদে পাস হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করে। খবরে তারা জানায়, নেপাল সংসদে ২৭৫ আসনে এই বিলের পক্ষে ভোট পড়েছে ২৫৮টি। শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির পাশাপাশি প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এমনকি ভারতীয় বংশোদ্ভূত মদেশীয় নেপালি দলগুলোও বিলটির সমর্থন করেছে।

তীব্র বিরোধের জেরেও ভারতীয় এলাকা লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এনডিটিভি অভিযোগ তুলে খবর প্রকাশ করে। কাঠমান্ডু এই সংশোধনীতে ভারতীয় ভূখণ্ডকে মানচিত্রে ঠাঁই দিয়েছে বলে অভিযোগ ভারতের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply