চীনে আজও করোনায় শনাক্ত ৪৯ জন

|

চীনে আজও করোনায় শনাক্ত ৪৯ জন

চীনে একদিনে শনাক্ত হয়েছে আরও ৪৯ জন করোনা রোগী। এদের মধ্যে ১০ জন বিদেশ থেকে এসেছে। বাকি ৩৯ জনই স্থানীয় বাসিন্দা। এদিকে নতুন শনাক্ত হওয়া রোগীদের ৩৬ জনই বেইজিংয়ের। ভাইরাসের বিস্তার ঠেকাতে মরিয়া চীনা প্রশাসন।

দ্বিতীয় দফায় সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠা বেইজিংয়ে নেয়া হয়েছে ব্যাপক কড়াকড়ি। ব্যাপক হারে শুরু হয়েছে নমুনা পরীক্ষা।

এদিকে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজারকেই এবারের সংক্রমণের উৎস বলে মনে করা হচ্ছে। তাই বাজার সংশ্লিষ্ট সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বাজার বন্ধ রাখা হয়েছে এখনও। আশপাশের ১১টি আবাসিক এলাকায় লকডাউন অব্যাহত। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply