দেশে ২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি সুস্থ

|

একদিনের ব্যবধানে দেশে করোনাভাইরাস থেকে ১৫ হাজারের উপরে সুস্থ হয়েছেন। গতকাল পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ছিল ১৮ হাজার ৭৩০ জন। আজ এক লাফে বেড়ে ৩৪ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭.৫৫ শতাংশ।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গতদিনের চেয়ে আজকে আমরা সুস্থতার হার অনেক বেশি বলছি। কারণ, আজকে যারা সুস্থ হয়েছেন তারা শুধু হাসপাতালেই সুস্থ না; বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এরমধ্যে যোগ হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরকে এই তথ্যটি আইইডিসিআর সরবরাহ করেছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত এই মহাপরিচালক।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৯ জনে। এছাড়া, ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ হাজার ৬১৯ জনে।

মৃত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন।

এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে হাসপাতালে ২৫ জন এবং বাড়িতে ১১ জন মারা গেছেন। এছাড়া, মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২ জন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply