দুবাই থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

|

ফাইল ছবি

করোনা ভাইরাস মহামারির কারণে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম। তিনি জানান, যারা ফিরেছেন তাদের প্রত্যেকের করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট রয়েছে।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক জানিয়েছেন, নেগেটিভ সার্টিফিকেট না থাকলে ও শরীরের তাপমাত্রা বেশীসহ করোনার কোন উপসর্গ থাকলে তাকে বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এখন চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply