পটুয়াখালীতে করোনা আইসোলেশন ইউনিটে ২ জনের মৃত্যু

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিষ্ট হাসপাতা‌লের ক‌রোনা আই‌সো‌লোশ‌ন ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন দুই ব্য‌ক্তি মারা গে‌ছেন। মঙ্গলবার ভোর ৬ টায় ও গতকাল রা‌তে তা‌দের মৃত্যু হয়। এদের ম‌ধ্যে একজন বৃদ্ধা। তার বাসা শহ‌রের গোড়স্থান রোড এলাকায়।

আ‌রেকজন বৃদ্ধ তার বাসা শহ‌রের ৯নং ওয়া‌র্ডের নন্দকানাই এলাকায়। এই দুজনেই ক‌রোনা উপসর্গ নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তির পর তা‌দের নমুনা পরীক্ষা সংগ্রহ করা হ‌লেও ফলাফল এখনও আ‌সে‌নি ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন হাসপাতা‌লের আরএমও ডাঃ কামরুজ্জামান।

তি‌নি ব‌লেন, রি‌পোর্ট আস‌তে কিছুটা সময় লা‌গে তারপরেও মুত ব্য‌ক্তি‌দের কো‌ভিড ১৯ প্রো‌টোকল অনুযায়ী জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হ‌বে।

জেলা সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, ক‌রোনাভাইরা‌সে জেলায় মোট আক্রান্ত ১৯৩ জন যার ম‌ধ্যে মারা গে‌ছে ১১ জন। এছাড়া গত ১৪/১৫‌ দি‌নে শহ‌রে বি‌শেষ ক‌রে পৌর এলাকায় ক‌রোনা আক্রান্তের সংখ্যা বৃ‌দ্ধি পাওয়ায় পৌরসভার ৫টি ওয়ার্ড‌কে রেড জোন হিসা‌বে চি‌হ্নিত ক‌রে লকডাউন করার জন্য সুপা‌রিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ে।

টিবিজড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply