করোনার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন চমৎকার ওষুধ, মার্কিন সংস্থাগুলো সেটা বুঝছে না: ট্রাম্প

|

ট্রাম্পের খাওয়া ওষুধটি বাতিল করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো

ট্রাম্পের খাওয়া ওষুধটি বাতিল করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো।

কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনকে চমৎকার ওষুধ বলে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে কোভিড নাইনটিনের ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের জরুরি ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছে দেশটির কেন্দ্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

তারা জানিয়েছে, নতুন ক্লিনিক্যাল ট্রায়ালে, কোভিড নাইনটিন আক্রান্তদের দেহে ওষুধটির অ্যান্টি-ভাইরাল সক্ষমতা তৈরির প্রমাণ মেলেনি। যদিও তা মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “যারা গুরুতর অসুস্থ, তাদের দেহে এই ওষুধ অকার্যকর হতে পারে। কিন্তু আমি জানি গবেষণায় কী চমৎকার ফল মিলেছে। এ ওষুধ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। শুধু মার্কিন সংস্থাগুলোই হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো উপকারিতা দেখছে না।”

কোভিড নাইনটিনের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইনকে শুরু থেকে ‘গেম চেঞ্জার’ বলে আসছিলেন ট্রাম্প। এর প্রেক্ষিতে অনেক দেশেই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply