মা হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

|

গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে সবাইকে চমকে দেন ৩৭ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন। গত দেড়শো বছরে এতো কম বয়সে যে আর কেউ দেশটির সরকার প্রধান হননি। তবে চমকের আরো বাকি ছিলো।

গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা ফাটান আরডার্ন। জানান, তিনি মা হতে চলেছেন, জুনে ভূমিষ্ঠ হবে তার প্রথম সন্তান। পরে গণমাধ্যমের সামনে এসে আবারও সেই ঘোষণা পূণর্ব্যাক্ত করেন আরডের্ন ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড।

সরকার প্রধান থাকাকালে সন্তানের জন্ম দেয়ার ঘটনা এর আগে একবারই দেখেছিলো বিশ্ব। ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে কণ্যা সন্তান প্রসব করেছিলেন বেনজির ভুট্টো।

সন্তান প্রসবের পর ছয় সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন প্রধানমন্ত্রী। এসময় তার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে সরকারি দায়িত্ব সামলাবেন জোটের শরীক দলের প্রধান উইন্সটন পিটার।

নিউজিল্যান্ডের রাজনীতিবিদরা টুইটে জানিয়েছেন শুভকামনা, ভক্তরা ব্যক্ত করছেন সমর্থন ও অকুণ্ঠ ভালবাসা। এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সহ বিশ্ব নেতৃবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply