দেশীয় তামাকজাত পণ্যের কর বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে মানবন্ধন

|

লালমনিরহাট প্রতিনিধি:

চলতি অর্থবছরের বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে তারা বলেন, বিদেশি ব্রান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশি পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে তাদের।

বক্তারা আরও বলেন, ২০১৭-১৮ অর্থবছরে প্রধানমন্ত্রীর দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, ২০১৮-১৯ অর্থবাজেটে নিম্নস্লাব শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমোদন পাওয়ার পরেও আজও তা বাস্তবায়ন হয়নি।

এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে নিম্নস্লাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভের দাবি জানান তারা। মানববন্ধনে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলামসহ সভাপতি মো: সবুজ আলী, সাধারণ সম্পাদক মো: মিজান, সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply