বাংলাদেশে আটকে পড়া শতাধিক ভারতীয় ফিরে গেলেন

|

আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন।

আখাউড়া প্রতিনিধি:

ভারতে লকডাউন থাকার কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ১১৫ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে ছিলেন ভারতীয় হাইকমিশনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দ্বিতীয় দফায় ১৩৪ জনের মধ্যে বৃহস্পতিবার ১১৫ জন ভারতীয় নাগরিক নিজ দেশে গেছেন।

শুক্রবার এ পথে আরও ১৫৪ জন বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। গত ২৮ মে প্রথম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ১০৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply