রাজশাহীতে বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

|

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

রাজশাহীতে প্রশিক্ষণে আসা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের লাশ উদ্ধার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। শুক্রবার সকালে বিজিবির রাজশাহী সেক্টরের মোটরযান বিভাগ থেকে ঝুলন্ত অবস্থায় ফরহাদ হোসেনের (২৯) লাশ উদ্ধার করা হয়। তিনি একজন সিপাহী। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিজিবির ৫৯ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

প্রশিক্ষণের জন্য তিনি রাজশাহী সেক্টরে এসেছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইব্রাহিমপুরের বাজিতপুর এলাকায়।

এর আগে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত দুইটা থেকে চারটার মধ্যে ঘটনাটি ঘটেছে ।

বিজিবি ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকালে বিজিবি সদস্য ফরহাদকে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারপর পুলিশ ময়াতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে, পুলিশের ধারণা ফরহাদ আত্মহত্যা করেছেন। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন, এরপরও বিষয়টি তদন্ত করা দেখা হবে। আপাতত ময়নাতদন্তের জন্য বিজিবি সদস্যের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply