এখন স্বাধীনতা নিয়ে খেলছি বলেই এমন সাফল্য: সাকিব

|

শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন দলকে। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। অলরাউন্ড নৈপুন্যে হয়েছেন ম্যাচসেরা। খেলা শেষে প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান বললেন, এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছি বলেই এমন সাফল্য এসেছে।
১৬৩ রানে সাবেক গুরুর দলকে হারিয়েছে টাইগাররা। এটিই ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে জয়। সাকিব-তামিমদের দেয়া ৩২১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে গেছে হাথুরুসিংহের শিষ্যরা।ব্যাটের পর বল হাতেও লংকানদের হন্তারক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে দুটি উইকেট নিয়েছে পরপর দুই বলে।

এই জয়ে সবার আগে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্যের জন্য টানা দ্বিতীয় ম্যাচসেরা হন- সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, কোচ বদল হওয়ার কারণে খেলার পরিকল্পনা বদলে গেছে। দলে খেলোয়াড়দের মধ্যে ভাল করার এক ধরনের প্রতিযোগিতা আছে জানিয়েছে সাকিব বলেন, তামিম ১১ হাজার রান করেছে, আমি ১০ হাজার করেছি, মুশফিক ভাইও কাছাকাছি আছেন। এটা দলের জন্য ভাল প্রতিযোগিতা।
 

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply