ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ডা. সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামে এক দন্ত চিকিৎসক মারা গেছেন। আজ রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া মহল্লায়।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দ শাহনেওয়াজের জ্বর ছিলো, শনিবার রাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভোর রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ভোর ৫ টার দিকে মারা যান তিনি।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের ডা.শওকত হোসেন জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের লোকজন ওই চিকিৎসকের নমুনা নিতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন পরীক্ষা করাবে না জানিয়ে মরদেহ নিয়ে চলে গেছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply