তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগে ৪৫টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

|

পার্বত্য অঞ্চলের করোনা পরিস্থিতি মোকাবেলা এবং হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান বাড়াতে তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগে ১৫টি করে মোট ৪৫টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

আজ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসার হাতে রাঙামাটি জেলার ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের হাতে ৩০টি সিলিন্ডার তুলে দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী, বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কাপ্তাই উপজেলার কয়েকজন কৃষকের মাঝে চাষাবাদেও জন্য একটি পাওয়ার টিলারও বিতরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply