ভারতের সাথে দ্বন্দ্বের মধ্যেই নাগরিকত্ব আইন সংশোধনের উদ্যোগ নেপালের

|

ভারতের সাথে দ্বন্দ্বের মধ্যেই নাগরিকত্ব আইন সংশোধনের উদ্যোগ নেপালের

রাজনৈতিক মানচিত্র নিয়ে ভারতের সাথে দ্বন্দ্বের মধ্যেই নাগরিকত্ব আইন সংশোধনের উদ্যোগ নিলো নেপাল। বর্তমান নাগরিকত্ব আইনটি সংশোধনে রোববারই পার্লামেন্টে বিল উপস্থাপন করে দেশটির সরকার।

এতে বিয়ের সূত্রে কোনো বিদেশির নেপালী নাগরিকত্ব পাওয়ার সময় বাড়িয়ে সাত বছর করার প্রস্তাব দেয়া হয়েছে।

বিরোধীদের অভিযোগ, বিলটি আইনে পরিণত হলে ভারতের বিহার সীমান্তবর্তী নেপালের তেরাই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের ভোগান্তি বাড়বে। কারণ অঞ্চলটিতে ভারতীয়-নেপালী বিয়ের খুব স্বাভাবিক ঘটনা। এতে কূটনৈতিক সংকট আরও বাড়বে ভারতনির্ভর নেপালের, এমনও শঙ্কা অনেকের। নয়া দিল্লির আপত্তি উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনটি সীমান্ত এলাকা সম্প্রতি নেপালী মানচিত্রের অন্তর্ভুক্ত করে কাঠমান্ডু। এ নিয়ে উত্তেজনার পারদ চড়া ক’দিন ধরেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply