স্পেনে বুলফাইট চালুর দাবিতে বিক্ষোভ

|

স্পেনে বুলফাইট চালুর দাবিতে বিক্ষোভ

স্পেনে ঐতিহ্যবাহী বুলফাইট প্রতিযোগিতা আবারও চালু করার দাবিতে বিক্ষোভ করেছেন দু’হাজার মানুষ। নিরাপত্তার প্রশ্নে আগে থেকেই বিতর্কিত খেলাটি।

তবে করোনার প্রাদুর্ভাবে ১৩ মার্চ স্পেন জুড়ে জরুরি অবস্থা জারির পর থেকে বন্ধ রয়েছে ষাঁড়ের লড়াই। মহামারি নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহার হলেও, বুলফাইটিং এখনও শুরু হয়নি।

রোববার মাদ্রিদের একটি বুলরিংয়ের বাইরে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। পেশাদার স্প্যানিশ বুলফাইটারদের দাবি, লকডাউনের কারণে ৫০ লাখ ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply