কর্মীরা করোনা আক্রান্ত, বেইজিংয়ে বন্ধ পেপসি কারখানা

|

কর্মীরা করোনা আক্রান্ত, বেইজিংয়ে বন্ধ পেপসি কারখানা

চীনে নতুন করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বেড়েছে টেস্টের সংখ্যাও। এদিকে রেস্তোরাঁ, খাবার ডেলিভারি এবং বাজারের সাথে যুক্ত কর্মীদের করোনা পরীক্ষা পরিমাণ বাড়ানো হয়েছে। এরই মাঝে ফুড এন্ড বেভারেজ কোম্পানি পেপসিতে বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই কারণে বেইজিংয়ে পেপসির উৎপাদন কাজ বন্ধ রয়েছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন সূত্র বলছে, নতুন করে দেশে ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন বেইজিংয়ে এবং বাকিগুলো হুবেই প্রদেশে। শনিবার, নতুন করে সাতজন উপসর্গহীন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। ১১১ জন উপসর্গহীন রোগীর মধ্যে ৫৮ জন বাইরের এবং তারা চিকিৎসাধীন আছে।

মিউনিসিপ্যাল হেলথ কমিশন অফ বেইজিং যেখানে নতুন করে করোনা ক্লাস্টার দেখা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, করোনা পজেটিভ আসার পরে বন্ধ করা হয়েছে পেপসি কম্পানির কার্যক্রম। শহরটিতে কয়েক হাজার সম্প্রদায়কে এই সংক্রমণ ছড়িয়ে দেওয়ায় সিল মেরে দেওয়া হয়েছে, এছাড়া বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে এবং স্কুলগুলি বন্ধ রাখতে বলেছেন।

অপরদিকে চীনে অবস্থিতি ভারতীয় রেস্তোরাঁগুলির মালিকরা জানিয়েছেন, তাদের কর্মীদের সকল পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সূত্র: সিএনএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply