নারায়ণগঞ্জের পিসিআর ল্যাবে করােনা পরীক্ষা বন্ধ

|

নারায়ণগঞ্জের পিসিআর ল্যাবে করােনা পরীক্ষা বন্ধ

কোভিডে ১০৭ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ হাজারেরও বেশি। এই অবস্থায় কিট সংকটে চার দিন ধরে নারায়ণগঞ্জের খানপুর পিসিআর ল্যাবে পরীক্ষা বন্ধ। তারউপর আড়াই মাসেও স্থান হয়নি আইসিইউ ইউনিট। এসব অব্যবস্থাপনার মধ্যেই প্রতিদিনই দূর-দূরান্ত রোগী আসছে; পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বাসিন্দা বাহার মিয়া। পাচঁদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। রোববার কোভিড টেস্ট করাতে হাসপাতালে এসে দেখেন কার্যক্রম বন্ধ। এদিকে কবে নাগাদ পরীক্ষা চালু হবে তার সদুত্তর নেই হাসপতাল কর্তৃপক্ষের।

আড়াইমাস আগে জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী খানপুর তিনশ শয্যা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। কিন্তু আড়াইমাসেও নির্দেশনা বাস্তবায়ন হয়নি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান খানপুর হাসাপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জের খানপুর হাসাপাতালে আইসিইউ ওয়ার্ড স্থাপন ও ল্যাবের পরীক্ষা সক্ষমতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply