এবার বিহারের ভূখণ্ড নিজেদের দাবি নেপালের

|

ভারতের তিনটি এলাকা নিজেদের দাবি করে নতুন মানচিত্র পার্লামেন্টে পাস করার পর এবার বিহারের এক অঞ্চল দাবি করেছে নেপাল। এমনকি নেপাল সীমান্তে বিহারের পূর্ব চম্পারণ জেলায় বাঁধের কাজ করছিল ভারত। সেই কাজ বন্ধ করে দিয়েছে নেপাল। খবর জি নিউজ।

নেপাল সীমান্তে লাল বাকি নদীতে বাঁধের কাজ করছিলো বিহার সরকার। সেই কাজ বন্ধ করে নেপাল ওই এলাকা নিজেদের বলে দাবি করেছে। পরে বিহার সরকার নেপালের সাথে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও কোন কাজে আসেনি। এ ঘটনা বিহার সরকার জানিয়েছে কেন্দ্রীয় সরকার ও নেপাল দূতাবাসকে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের নতুন মানচিত্রে উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে স্থান দিয়েছে নেপাল সরকার। ভারত সরকার আপত্তি করলেও গত ১৩ জুন নেপালের সংসদের নিম্নকক্ষে নতুন মানচিত্রটি পাস হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply