গ্রিস সীমান্তের কাছ থেকে ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক

|

নর্থ মেসিডোনিয়ায় গ্রিস সীমান্তের কাছে একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে আটক দেখিয়ে জেভজেলিজা শহরের একটি কেন্দ্রে রাখা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে নর্থ মেসিডোনিয়ান পুলিশ জানায়, সোমবার নিয়মিত টহলের সময় তাদের সন্ধান মেলে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধান চলাকালীন পালিয়ে যায় ট্রাকচালক। আটককৃতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো না হলেও, তাদের গ্রিসে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।

যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে বলকান অঞ্চলটি থেকে মূল ইউরোপে ঢোকার জন্য অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বহুল ব্যবহৃত পথটি বন্ধ রয়েছে ২০১৫ সাল থেকে। এছাড়া করোনাভাইরাসের কারণে গ্রিসের সঙ্গে নর্থ মেসিডোনিয়া সীমান্ত এই বছরের শুরুর দিকে বন্ধ করে দেয়া হয়েছে। তবে পুলিশ বলছে এই রুটটি ব্যবহার করে এখনো মানব পাচার চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply