চট্টগ্রামে ঢিলেঢালা ভাব কাটিয়ে কঠোর হচ্ছে প্রশাসন

|

চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন শুরুর প্রথম দিকে সবার মধ্যেই ছিল নিয়ম ভাঙার প্রবণতা। তবে গত দু’একদিনের কড়াকড়িতে পাল্টেছে চিত্র। ঢিলেঢালা ভাব কাটিয়ে কার্যকর লকডাউন বাস্তবায়নের পথে প্রশাসন।

মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বেড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে লকডাউন এলাকায় ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করে লকডাউন কার্যকরে প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট।

অনেকে নানা প্রয়োজনের কথা বলে বের হতে চাইলেও আটকে দেয়া হচ্ছে তাদের। এতে চাকরিজীবী মানুষ এবং জরুরী সেবায় নিয়োজিত কর্মীদের অনেকেই পড়েছেন বিপাকে। লকডাউন সুফল পেতে কড়াকড়ি আরোপের বিকল্প নেই বলছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ।

চট্টগ্রামে রেড জোনভুক্ত ১০ টি ওয়ার্ডের মধ্যে প্রথম দফায় গত ১৭ জুন থেকে লকডাউন করা হয় শুধুমাত্র উত্তর কাট্টলিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply