তুরস্কের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় সরকার

|

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে তুরস্কের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় সরকার। এজন্য প্রাথমিক আলোচনাও শেষ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

স্বল্প উন্নত দেশ হিসেবে বাংলাদেশের পণ্য রফতানিতে আরোপিত শুল্ক প্রত্যাহারের আহবান জানান মন্ত্রী।
বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। এসব সুযোগকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ হওয়া উচিৎ কমপক্ষে ৫ বিলিয়ন ডলার। বর্তমানে দু’দেশের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও কম।

অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বাণিজ্যের পরিমাণ কাঙ্খিত মাত্রায় বাড়ছে না বলে মত দেন এফবিসিসিআই সভাপতি।

আন্তঃবাণিজ্যে বাড়ানোর পক্ষে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্কও। এ জন্য একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply