করোনাভাইরাস প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করলো অক্সফোর্ড

|

করোনাভাইরাস প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রথম পর্যায়ে ব্রাজিলের ৩ হাজার মানুষের দেহে হচ্ছে পরীক্ষামূলক প্রয়োগ।

ব্রিটেনের পর প্রথম দেশ হিসেবে ব্রাজিলে হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনটির পরীক্ষা। বেছে নেয়া হয়েছে- সাও পাওলো এবং রিও ডি জেনেরিও শহর।

বলা হচ্ছে, মহামারি নিয়ন্ত্রণে এটাই এ পর্যন্ত সবচেয়ে কার্যকর টিকা। ডোজ ভেদে সাধারণের নাগালের মধ্যই থাকবে দাম। সব ঠিক থাকলে, চলতি বছরই ভ্যাকসিনটি বাজারে ছাড়বে অ্যাস্ট্রা-জেনেকা ফার্মাসিউটিক্যালস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply