যবিপ্রবিতে করোনার পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন

|

ঢাকার বাইরে প্রথম করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বুধবার বিকেলে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, নড়াইল, ঝিনাইদ ও বাগেরহাটে সংক্রমণ সৃষ্টি করা করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মাধ্যমে এ অঞ্চলের ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে এর গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এরইমধ্যে জিনোম সিকোয়েন্সগুলো বিশ্বখ্যাত জিনোম ডাটাবেজ সার্ভার, জিআইএসএআইডিতে জমা দেয়া হয়েছে। এ সংক্রান্ত গবেষণা প্রবন্ধ শিগগিরি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply