ইইউ পণ্যে ৩১০ কোটি ডলারের শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

|

ইউরোপীয় ইউনিয়নের পণ্যে নতুন করে ৩১০ কোটি ডলার শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। শুল্কারোপের এ তালিকায় রয়েছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও স্পেনের বেসমারিক বিমান।

এছাড়া ওয়াইন, চিজ ও জলাপাইসহ অন্যান্য ইউরোপীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে গেল বছর ইইউ পণ্যে ৭৫০ কোটি ডলার শুল্কারোপ করে দেশটি। ফলে যুক্তরাষ্ট্রে বিমান আমদানির সময় ১০ শতাংশ অতিরিক্ত ব্যয় করতে হতো ইউরোপীয় দেশগুলোকে। নতুন সিদ্ধান্তে বেসামরিক বিমান আমদানির ওপর আরও ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে ফ্রান্স-জার্মানির মতো দেশগুলোকে। তবে বাজারে ইউরোপীয় পণ্যের চাহিদা বুঝে নতুন করে ভেলোরেম কর আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে কার্যকর বলছেন বিশ্লেষক লাফার রিগ্যান। তিনি বলেন, খুবই কার্যকর একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান অর্থনৈতিক মন্দা কাটাতে দারুণ ভূমিকা রাখবে শুল্কারোপের এই সিদ্ধান্ত। তবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক যাতে নষ্ট না হয়, সে বিষয়টিও গুরুত্ব দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply