গার্মেন্টস নয়, প্রণোদনা পেতে পারে প্রবাসী শ্রমিকরা: মেনন

|

শ্রমিক ছাঁটাই ও নতুন করে সরকারের কাছে বেতনের জন্য টাকা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সকালে ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে অনলাইনে প্রতিক্রিয়া জানায় ওয়ার্কার্স পার্টি।

এসময় রাশেদ খান মেনন বলেন, গার্মেন্টস সেক্টর থেকে প্রবাসী শ্রমিকরা জিডিপিতে বেশি অবদান রাখে, প্রয়োজনে তাদের প্রণোদনা দেয়া যেতে পারে।

স্বাস্থ্য খাতের সমালোচনা করে তিনি বলেন, প্রবৃদ্ধির বর্তমান ও আগামী অর্থ বছরের হিসাব দেশের বিভিন্ন অর্থনৈতিক সূচকের সাথে সঙ্গতিপূর্ণ নয়। স্বাস্থ্য পরিস্থিতি এবং কোন পথে স্বাস্থ্য মন্ত্রণালয় চলবে সে সম্পর্কেও বাজেট নিশ্চুপ। অথচ করোনা আক্রমণের ছয় মাসে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply