বাবা-মা করোনামুক্ত হলেও তিন নবজাতকের করোনা! নজিরবিহীন বলছেন চিকিৎসকরা

|

নবজাতকের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা খুব কম। হাতে গোনা যে কয়েকটি রেকর্ড রয়েছে তার সব গুলোই জন্মের পর বাবা-মা কিংবা অন্য কোন মাধ্যমে সংক্রমিত হয়েছে। কিন্তু উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ঘটেছে নজিরবিহীন এ ঘটনা। বাবা-মা করোনা মুক্ত হলেও হাসপাতালে একসাথে জন্ম দেয়া তিন নবজাতকের শরীরে ধরা পড়েছে কোভিড নাইটিন। চিকিৎসকরা অনুমান করতে পারছেন না কিভাবে সংক্রমিত হলো গর্ভের সন্তান।

বিজ্ঞানের দৃষ্টি থেকে এটিকে নজিরবিহীন ঘটনা উল্লেখ্য করে মেক্সিকোর চিকিৎসক মনিকা লিলিয়ানা বলেন, বাচ্চার বাবা-মায়ের করোনা ধরা পড়েনি। তবুও আমরা তাদেরকে আলাদা করে পর্যবেক্ষণে রেখেছি। কারণ এমন ঘটনার কথা এর আগে শুনিনি। এমনকি ভাইরাসটি নতুন হওয়ায় এর সমাধান মিলছে না বলেও জানান এই চিকিৎসক।

তবে বাচ্চা জন্মের সময় স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের মাধ্যমে সংক্রমিত হয়েছে কিনা এমন প্রশ্ন উঠলেও তা নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা বলছেন, করোনার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য সুরক্ষা মেনেই কাজ করেছেন সবাই।

চিকিৎসক মিগুয়েল অ্যাঞ্জেল জানিয়েছেন তিনটি বাচ্চার মধ্যে দুজন সুস্থ আছে। অপর বাচ্চা কিছুটা অসুস্থ।

এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তদন্ত শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply