টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

|

ছবি: প্রতীকী

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই বশির ও হামিদ এবং অপর দু’জন হলো রফিক ও রইঙ্গা। ঘটনাস্থল থেকে হাকিম ডাকাত পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত আবদুল হাকিমের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।’

তিনি আরও বলেন, ‘পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাতদলের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। পরে তারা পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply