যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের অর্ধেকের বয়স ৩৫’র নিচে

|

যুক্তরাষ্ট্রে করোনা মহামারির চিত্র অনেকটাই পাল্টে গেছে এখন। সংক্রমণ শুরুর পর চার মাসে আক্রান্তদের বেশিরভাগই ছিলেন বয়সে প্রবীণ। গত কয়েকদিনে ঠিক তার উল্টো চিত্র। তরুণরাই আক্রান্ত হচ্ছেন বেশি। দেশটিতে কোভিড আক্রান্তদের গড় বয়স এক লাফে ৫৫ থেকে কমে দাঁড়িয়েছে ৩৫ বছরে।

মৃত্যুঝুঁকি কম হলেও দ্বিতীয় দফায় মহামারি বিস্তারে বড় বাহক হয়ে উঠতে পারে তরুণরা, আশঙ্কা মার্কিন স্বাস্থ্য বিভাগের।বিশ্লেষকরা বলছেন, ব্যাপক সামাজিক যোগাযোগ আর স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণেই বাড়ছে তরুণদের সংক্রমণ।

রাজ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ফ্লোরিডায় ১৫ থেকে ৩৪ বছর বয়সী রোগীর সংখ্যা দাঁড়ায় ৩১ শতাংশে। অ্যারিজোনায় ৬০ শতাংশ করোনা আক্রান্তের বয়স ৪৫ বছরের নিচে। যা মার্চে ছিল ৪০ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, লকডাউনের বিধিনিষেধ কমার প্রভাবেই বাড়ছে তরুণদের সংক্রমণের হার।

ক্লারা ভ্যালি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. ক্লিফোর্ড ওয়াং বলেন, এখন বৃদ্ধদের তুলনায় কম বয়সী রোগীই বেশি আসছে। এর পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করতে পারে। কড়াকড়ি শিথিলের কারণে কাজে কিংবা বিনোদনের জন্য বেশি বের হচ্ছে তরুণরা। মৃত্যুঝুঁকি বেশি বলে ঘরের বাইরে কম বের হচ্ছেন প্রবীণরা। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও তরুণদের অনীহা।

৪০ বছরের কম বয়সীদের নমুনা পরীক্ষার ওপর জোর দিচ্ছে মার্কিন প্রশাসনও। যাদের অনেকেই উপসর্গবিহীন। আরেক দফা মহামারির ভয়াবহতা ঠেকাতে তরুণদের আরও সচেতন হওয়ার আহ্বান হোয়াইটহাউজের করোনা টাস্কফোর্সের।

হোয়াইট হাউজ টাস্কফোর্স’র প্রধান অ্যান্থনি ফসি বলেন, মূলত সাবধানতার অভাবেই তরুণরা বেশি সংক্রমিত হচ্ছে, কারণ সবাই একটি প্রক্রিয়ার অংশ। ভাইরাস হয়তো আপনাকে ঘায়েল করছে না, তবে আপনার মাধ্যমে আরও বহু মানুষের মধ্যে ছড়াচ্ছে। তাই, সচেতন হতে হবে।

অবশ্য, তরুণদের বেশি আক্রান্ত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতে হার্ড ইমিউনিটি অর্জন সহজ হবে বলে মত তার।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ফ্লোরিডা, টেক্সাসসহ বেশি সংক্রমিত এলাকাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, আক্রান্তদের বেশিরভাগেরই বয়স ৩৫ বছরের কম। এটা একদিকে আশাব্যাঞ্জক বলেই মত বিশেষজ্ঞদের। কারণ, তরুণরা কম ঝুঁকিপূর্ণ। বেশি সংখ্যক তরুণের সংক্রমণের মধ্য দিয়ে দুর্বল হবে ভাইরাস।

মাঝে কিছুদিন কমলেও, যুক্তরাষ্ট্রে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণের হার। শুক্রবার রেকর্ড সংক্রমণ দেখেছে দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply