আগে তো বাঁচি, তারপর স্বজনপোষণ নিয়ে কথা বলব: প্রসেনজিৎ

|

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মুখ খুলেছেন ছোটবড় সব সেলিব্রেটিরাই। বাদ পড়েনি টালিউডবাসীও। তবে টালিউডকুমার প্রসেনজিৎ আনন্দবাজারকে জানালেন ভিন্ন কথা।

ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে যখন ভাবার সময়, তখন ‘স্বজনপোষণ’ শব্দের ধাক্কায় পুরো টলিপাড়ায় খান খান। এ বিষয়ে তার ভাবনা জানতে চাইলে জানান- সময় এখন ভালো না। আগে তো বাঁচি, তারপর স্বজনপোষণ, ভালো মন্দ নিয়ে কথা বলব।

প্রসেনজিৎ বলেন, ‘নো কমেন্টস। আসলে, সময়টা ভীষণ স্পর্শকাতর। মানুষের মনও তাই-ই। ফলে, সামান্য কথা গায়ে আঁচড় কাটছে। অল্পেই সবাই প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা কেউই ভালো নেই। আগামী দিনে কী হবে? কেউ জানি না। এই চাপটাও কম নয়। তাই বলি কি, আগে বাঁচি? তার পর না হয় লোকের ভাল- মন্দ নিয়ে কথা বলব?’

ডিসেম্বর থেকে জি৫ ওয়েব প্ল্যাটফর্ম কিনে রেখেছে প্রসেনজিতের ছবি ‘নিরন্তর’। সঙ্গে সঙ্গে রিলিজ হয়নি কারণ, একাধিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা আগেই ছিল। সেখানেও ভাল সাড়া ফেলেছে এটা। আর হলে মুক্তি পাওয়ার মতো ছবি এটা নয়। একদমই ভিন্ন স্বাদের বলে জানালেন প্রসেনজিৎ নিজেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply