৭২০ কোটি ডলারের আর্থিক ক্ষতিতে মার্ক জাকারবার্গ

|

এক ধাক্কায় ৭২০ কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়লেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ইউনিলিভার, কোকাকোলাসহ শ’খানেক বহুজাতিক বিজ্ঞাপনদাতা ফেসবুক বর্জন করার প, পুঁজিবাজারে ৮ দশমিক ৩ শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি।

দরপতনের ফলে পাঁচ হাজার ৬শ’ কোটি ডলারের বাজারমূল্য হারায় প্রতিষ্ঠানটি। এর সাথে ব্যক্তিগত সম্পদও কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে থেকে তৃতীয় থেকে চতুর্থতে নেমে গেছেন জাকারবার্গ। এখন তার মোট সম্পদের পরিমাণ আট হাজার ২০৩ কোটি ডলারে।

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর, ‘স্টপ হেইট ফর প্রফিট’ শীর্ষক প্রতিবাদের আওতায় চলছে ফেসবুক বর্জন কর্মসূচি।

ইনস্টাগ্রাম-হোয়াটস অ্যাপ মিলিয়ে বিজ্ঞাপন থেকে বছরে প্রায় ৭ হাজার কোটি ডলার আয় করে ফেসবুক। বিজ্ঞাপন হারিয়ে, শুক্রবার সংবাদভিত্তিক ও প্রচারণামূলক পোস্টের ওপর নজরদারি বাড়ানোর ঘোষণা দেয় ফেসবুক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply