ব্রিটেনের মাত্র ৬ শতাংশ মানুষ করোনা পূর্ববর্তী অর্থনীতিতে ফিরে যেতে চান

|

ছবি: সংগৃহীত

ব্রিটেনের মাত্র ৬ শতাংশ মানুষ করোনা পূর্ববর্তী অর্থনীতিতে ফিরে যেতে চান । তবে ৩১ শতাংশ মানুষ চায়, অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন। দেশটিতে ইউগভ পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে আসে।

করোনা মহামারির পর কেমন হবে বিশ্বের অর্থনীতি? এ নিয়ে ব্রিটেনের প্রায় সাড়ে ৩’শ প্রভাবশালী ব্যক্তির উপর জরিপ চালানো হয়। যেখানে ২৮ শতাংশ মানুষ অর্থনীতিতে বড় পরিবর্তনের বিপক্ষে।
তাদের চাওয়া, মাঝারি পরিবর্তন আসুক করোনা পরবর্তী অর্থনীতিতে।

জরিপে দেখা গেছে, ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অন্তত ৪৪ শতাংশ মানুষ। ২৭ ভাগ মানুষ স্বপ্ন দেখেন, করোনা মহামারি কাটিয়ে ঠিকই ঘুরে দাড়াবে বিশ্ব অর্থনীতি। আর ৪৯ শতাংশ মানুষের ধারণা, অর্থনীতিতে তৈরি হবে বড় ধরনের বৈষম্য।

অন্য এক জরিপে দেখা গেছে, করোনা পূর্ববর্তী কর্মপদ্ধতিতে ফিরতে চান মাত্র ১৩ শতাংশ কর্মজীবী মা-বাবা। সপ্তাহে অন্তত তিনদিন বাসায় থেকে অফিস করতে চান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply