করোনার লক্ষণ নিয়েই বিয়ে, পরের দিনই মৃত্যু বরের, সংক্রমিত ১১১ জন

|

বিয়ের কিছু দিন আগে থেকেই বরের শরীরে করোনাভাইরাসের লক্ষণ, তবুও তা উপেক্ষা করে বিয়ে করেন। বিয়ে করতে পারলেও পরের দিনই মারা যায় বর। এরপর ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের করোনা পরীক্ষা করা হয় এতে ৮৯ জনের পজেটিভ আসে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজেটিভ ছিলেন বলে জানা যায়। এ ঘটনা ভারতের বিহারের পাটনার পালিগঞ্জে। খবর এনডিটিভি।

জানা যায়, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। ওই বিয়েতে অংশ নেয়া মোট ১১১ জন নতুন করে সংক্রমিত হয়।

এমনকি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও করোনায় আক্রান্ত হয়েছেন।

মৃত ওই যুবক বিয়ের আগে বিহার থেকে কিছুদিনের জন্যে দিল্লি এসেছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছুদিন কোয়ারেন্টাইনেও ছিলেন। তখন যুবকের মধ্যে করোনার লক্ষণ ছিল না। কিন্তু বিয়ের কয়েকদিন আগে তার শরীরে করোনা লক্ষণ দেখা যায় এবং উপেক্ষা করে বিয়ে করেন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply