সিরিয়ায় ঢুকেছে তুরস্কের স্থলবাহিনী

|

গত দুই দিন ধরে সিরিয়ার আফরিন অঞ্চলে অভিযান চালাচ্ছিলো তুরস্কের ট্যাংকের বহর। একই সাথে যুদ্ধবিমান থেকেও হামলা চালানো হচ্ছিল কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে। সর্বশেষ আজ রোববার তুর্কি স্থলবাহিনীও সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

আল জাজিরা জানাচ্ছে, এর আগে মূলত আসাদ বিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র কয়েক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছিল তুরস্কের ট্যাংক বহরের সাথে।

রোববার ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে ইলদিরিম বলেন, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আফরিনে তুর্কি সেনারা প্রবেশ করেছে। তিনি আরও জানান, ওই এলাকায় তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করা হবে।

আনাদলু এজেন্সি জানিয়েছে, আফরিনের ৫ কিলোমিটার ভেতর পর্যন্ত তুরস্কের সেনারা ঢুকেছে।

এদিকে কুর্দিদের সংগঠন ওয়াইপিজি নিশ্চিত করেছে, স্থানীয় বিলবিল জেলায়র কাছে দুটি গ্রামে হামলা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply