পাঁচ জুলাই আংশিক চন্দ্রগ্রহণ

|

পাঁচ জুলাই হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণের ফলে তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবে না। কারণ, পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পরবে চাঁদের উপর। খালি চোখে যা দেখা সম্ভব না। বাকি গ্রহণের মতো প্রকটও হবে না।

২০২০ সালে মোট চারটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। প্রথম চন্দ্রগ্রহণটি জানুয়ারিতে হয়েছিল, দ্বিতীয়টি জুনে, তৃতীয়টি জুলাই মাসে হবে এবং চতুর্থ ও শেষটি নভেম্বরে হবে।

টাইময়ানডেট ডটকমের হিসেবে, ‘পেনম্ব্রাল চন্দ্রগ্রহণ’ পাঁচ জুলাই সকাল নয়টায়। তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না।

এই চন্দ্রগ্রহণ আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ, পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগরে দেখা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply