দেশে দেড় লাখ করোনা রোগীর এক লাখই আক্রান্ত জুন মাসে

|

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীর চাপ আগের চেয়ে বেড়েছে। ফাইল ছবি

দেশে আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনা রোগী ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এবং মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯২৬ জন। পরিসংখ্যানে দেখা গেছে, মোট যত রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে তার অধিকাংশ ঘটেছে গত জুন মাসেই।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১ এপ্রিল পর্যন্ত ২৩ দিনে ৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে ১ মে সংখ্যাটি ৮ হাজার ছাড়ায়। ১ জুন পর্যন্ত শনাক্তের সংখ্যা ছিল ৪৯ হাজার ৫৩৮ জন। ১ জুলাই পর্যন্ত শনাক্ত হয় ১ লাখ ৪৯,২৫৮ জন।

পরিসংখ্যানে দেখা যায়, ১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৯৯ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হয়, যা মোট আক্রান্তের ৬৬ দশমিক ৮১ ভাগ।

এ বছরের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। ১ এপ্রিল পর্যন্ত ২৩ দিনে মারা যায় ৬ জন। এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ১৭০ জন, ১ জুন পর্যন্ত ৬৭২ জন মারা যায়। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯২৬ জন। গত এক মাসেই মারা গেছেন ১ হাজার ২১৬ জন, যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৪১ শতাংশ।

গত ৩১ মে সাধারণ ছুটি তুলে দেয় সরকার।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply