করোনা রোগী পাওয়া গেলে পর্যায়ক্রমে লকডাউন: স্থানীয় সরকার মন্ত্রী

|

ফাইল ছবি।

যেসব এলাকায় করোনা সংক্রমিত রোগী পাওয়া যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেই সমস্ত এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে আধুনিক খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, জোন ভিত্তিক লকডাউনের কিছু সফলতা রয়েছে। আন্তর্জাতিক মানের এই খাদ্য পরীক্ষাগারে ঢাকাবাসীকে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে এর কার্যক্রম তরান্বিত হবে।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, আধুনিক খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে ঢাকাবাসী যেন নিরাপদ খাদ্য পেতে পারে তা নিশ্চিত করতেই কাজ করবে। সরকারি খাদ্য নিয়ন্ত্রণ সংস্থার সাথে কাজ করবে পরীক্ষাগারটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply