সংগীত শিল্পীকে হত্যা, ইথিওপিয়ায় সহিংস বিক্ষোভে ৮১ জনের মৃত্যু

|

জনপ্রিয় সংগীত শিল্পীকে হত্যার জেরে তৃতীয় দিনের মতো উত্তাল ইথিওপিয়া। সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত মারা গেছেন ৮১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

সোমবার আততায়ীদের গুলিতে নিহত হন শিল্পী হাছালু হুন্দেসা। পুলিশের বক্তব্য, পূর্ব-পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পরদিনই রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার-হাজার মানুষ প্রতিবাদে নামেন। বেশকিছু এলাকায় গোলাগুলি হয়।

পুলিশ জানায়, হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এরইমধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে স্থানীয় রাজনীতিকসহ কমপক্ষে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শিল্পি হাছালু’র গানে মূলতঃ ওরোমো জাতির অধিকারের কথা থাকতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply