ব্রাজিলে জনসম্মুখে মাস্ক পড়ার বিধিমালার ওপর ভেটো দিলেন প্রেসিডেন্ট

|

ব্রাজিলে জনসম্মুখে বাধ্যতামূলক মাস্ক পড়ার বিধিমালার ওপর ভেটো দিলেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান এই মতামত।

বলেন, দোকান-গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক মাস্ক পড়ার প্রয়োজন নেই। তবে, অনেক জনসমাগমের মধ্যে করোনার সংক্রমণ এড়াতে মানুষ মাস্ক পড়তে পারেন; তবে তাতেও কোন বাধ্যবাধকতা নেই।

প্রেসিডেন্ট উপহাস করে বলেন, কড়াকড়ির একপর্যায়ে দেখা যাবে বাড়িতে মাস্ক না পড়ার জন্যও জরিমানা গুণতে হচ্ছে মানুষকে।

দেশটিতে ১৫ লাখ ৪৩ হাজার ছাড়ালো সংক্রমিত ব্যক্তির সংখ্যা। প্রাণহানিও ৬৩ হাজারের বেশি। অথচ, আজ থেকেই খুললো সব পানশালা ও রেস্তোরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply