অবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

|

নির্বাহী আদেশে অবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।

সোমবার সকালে ১১ টা থেকে এ দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করছেন তারা।

আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে মেডিকেল টেকনোলজিস্টের চাকরির বয়স শেষ হয়ে গেছে। তাই নির্বাহী আদেশে নিয়োগের দাবি তাদের। পাশাপাশি, বিতর্কিত ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিলের দাবি জানান তারা।

তারা বলেন, এ নিয়োগে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অস্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিরোধীতা করে আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনামত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে, বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

চূড়ান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাস করাদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ দেয়ার বিরোধিতাও করেন আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply