করোনায় মৃত্যু, পালিয়েছে স্বজনরা, লাশ নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

|

পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় করোনায় মৃতবরণকারী ৩০ বছর যুবকের মরদেহ নিয়ে বিপাকে পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু পর থেকে ওই যুবকের লাশ এখন পর্যন্ত আইসিইউতে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছে, ওই যু্বকের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের খবর দেয়। স্বেচ্ছাসেবীরা মৃত আজাদের দুই ভাইয়ের সাথে কথা বলেন। তারা মরদেহ গ্রামের বাড়িতে নিতে অস্বীকৃতি জানান এবং রাজশাহীতে দাফনের জন্য অনুরোধ করেন। সেই অনুরোধে কোয়ান্টাম ফাউন্টেশনের সদস্যরা মরদেহ দাফনের প্রক্রিয়া শুরু করে। আজ ভোরে স্বেচ্ছাসেবীরা আইসিইউতে পুনরায় এসে দেখেন মৃতের স্বজনেরা কেউই নেই। পরে খোঁজ নিয়ে জানা যায় লাশ ফেলে পরিবারের সদস্যরা পালিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছে, ঘটনাটি স্থানীয় ‍পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবে।

মৃত আজাদের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার জামগ্রাম এলাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply