অ্যান্টিবডি কিটের সক্ষমতা ৯৭ ভাগ: গণস্বাস্থ্য কেন্দ্র

|

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে, অ্যান্টিবডি কিটের সক্ষমতা ৯৭ ভাগ এমনটাই জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তরা। আজ রোববার দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের সাথে বৈঠক শেষে একথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল।

তিনি আরও জানান, বৈঠকে তারা তাদের র‍্যাপিড কিট জমা দিয়েছেন। আগামীকাল আবারও এ বিষয়ে আলোচনা হবে। পরবর্তীতে সরকারি বিধি মেনে এগোনো হবে।

এরআগে বেলা সাড়ে ১২ টার দিকে ওষুধ প্রশাসন অধিদফতরে যান গণস্বাস্থ্য কেন্দ্রের তিন সদস্যের প্রতিনিধি দল।

গণস্বাস্থ্য কেন্দ্রের র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, ওষুধ প্রশাসনের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল, তারা শিডিউল দিয়েছেন। অ্যান্টিবডি কিট ফল প্রকাশ পরবর্তী মিটিংয়ের জন্য ডেকেছে আমাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply